বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

আল্লামা নূর হোসাইন কাসেমীর মিশনকে এগিয়ে নিতে হবে -জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ৬:৩৪ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, আল হাইয়্যাতুল উল্য়া লিল জামিয়াতিল ক্বওমিয়ার কো-চেয়ারম্যান বেফাকের সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে আমরা শুধু একজন দরদী অভিভাবককেই হারাইনি, হারিয়েছি ইসলাম ও দেশের জন্য নিবেদিতপ্রাণ ও নিষ্ঠাবান একজন আদর্শ নেতাকে। তিনি এমন সবগুণের অধিকারী ছিলেন, যার তালিকা বেশ দীর্ঘ। তাঁর কর্মপন্থা ও সুদৃঢ় নেতৃত্বের কথা মনে পড়লে আমরা দুমড়ে মুষড়ে পড়ি। তাঁর কর্মজীবনের শিক্ষণীয় বহু স্মৃতি প্রতিটি মুহূর্তে চোখের সামনে ঝলমল করে ভাসছে। এমন একজন কিংবদন্তী রাহবারের বিদায়ে আমরা শোকে মুহ্যমান। তিনি আমাদেরকে অনেক কিছুই দিয়ে গেছেন। আমাদের উচিত তাঁর জন্য বেশি বেশি দোয়া করা এবং তাঁর রেখে যাওয়া মিশনকে এগিয়ে নেয়া। মাওলানা আফেন্দী আজ এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদেরকে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে শোককে শক্তিতে পরিণত করে আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর পথ অনুসরণ করতে হবে। তাঁর সারা জীবনের সংগ্রামের আদর্শিক দৃষ্টিভঙ্গি হক্ব ও হক্বানিয়্যাত, দেওবন্দিয়্যাত এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার সংগ্রামকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন