শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বঙ্গবন্ধু জীবনের চেয়েও বাঙালিদের বিশ্বাস করতেন -চসিক মেয়র নাছির

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু নিজের জীবনের চেয়েও বাঙালিদের বিশ্বাস করতেন এবং ভালবাসতেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জীবন দিয়ে তার বিশ্বাসের প্রমাণ দিয়ে গেলেন। গতকাল (সোমবার) নগরভবনের কেবি আবদুস ছত্তার মিলনায়তনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চসিক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন।
অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৪৪ জনের হাতে মেয়র পুরস্কার তুলে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন