ডিজিটাল নিরাপত্তা আইনে রাঙামাটি শহরে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গতকাল দুপুরে শহরের লঞ্চঘাট এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার এসআই সাগর বড়–য়া। গ্রেফতারকৃত সাইফুল বরকল উপজেলার ভ‚ষণছড়া ইউপির ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।
ভ‚ষণছড়ার বাসিন্দা জনৈক হযরত আলী নামের এক ব্যক্তিকে ‘এমডি সাইফুল’ নামে ফেসবুক আইডি থেকে হুমকি প্রদান ও মানহানিকর স্ট্যাটাস দেয়ার সুনির্দিষ্ট অভিযোগে মামলাটি দায়ের করা হয়। সংক্ষুব্ধ হযরত আলী আদালতের মাধ্যমে সাইফুলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয় গত মাসের ২৩ ফেব্রæয়ারি। মামলায় সাইফুলকে প্রধান আসামি ছাড়াও জান্নাত মুন্সি, আব্দুস সালাম খোকা, দয়াল কুমার চাকমা, মো. হাসান, মো. মিরাজ, মো. রবিউল ইসলাম, হাসান বশির ও মো. দেলোয়ারকে আসামি করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন