বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আরেক মুসলিম যুবক গ্রেফতার যোগীরাজ্যে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ এএম

আবার ‘লাভ জেহাদ’-এর অভিযোগে ভারতের যোগীরাজ্য উত্তরপ্রদেশে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই প্রদেশের বিজনোরে এক তরুণীকে অপহরণ এবং জোর করে তাকে ধর্মান্তরিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মুসলিম যুবক সাকিবকে। বিজনোরের পুলিশ সুপার সঞ্জয় কুমার বলেন, সাকিব নিজের ধর্মীয় পরিচয় গোপন করে সোনু নাম ধারণ করে ধামপুর এলাকার ওই তরুণীর সঙ্গে পরিচিত হয়। পরে পরিস্থিতির সুযোগ নিয়ে তাকে অপহরণ করে ধর্মান্তরিত করে। ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্ত করে সাকিবকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার আরো জানান, ওই তরুণী দলিত পরিবারের হওয়ায় সাকিবের বিরুদ্ধে ধর্মান্তরণবিরোধী আইনের পাশাপাশি তফসিলি জাতি-উপজাতি আইনেও মামলা করা হয়েছে। চলতি বছরের নভেম্বরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘লাভ জেহাদ’ আটকাতে ধর্মান্তরণবিরোধী অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারি করেছিলেন। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল সেই অধ্যাদেশে ছাড়পত্র দেন। ধর্মান্তরবিরোধী আইনে অপরাধী ব্যক্তির এক থেকে পাঁচ বছরের জেল এবং ১৫ হাজার টাকা জরিমানা হতে পারে। গত ৩ ডিসেম্বর প্রথম বরেলিতে বিয়ের অছিলায় ধর্মান্তরণের অভিযোগে ওয়াইস আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। এরপর মোরাদাবাদেও একই অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন