বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

‘লাভ জিহাদ’ মামলায় যোগীরাজ্যে আটক মুসলিম কিশোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

জন্মদিনের পার্টিতে হুল্লোড়ের পর মহিলা বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল। তখনও জানত না কী দুর্ভোগ অপেক্ষা করছে তার জন্য। পরেরদিনই বিতর্কিত লাভ জিহাদ আইনে মামলা রুজু হল বিজনৌরের বছর ষোলোর কিশোরের বিরুদ্ধে। সেইসঙ্গে এসসি-এসটি ও পকসো আইনেও মামলা দায়ের হয়েছে। যার সঙ্গে বাড়ি ফিরে ফ্যাঁসাদে পড়ল কিশোর, সেই ১৪ বছরের নাবালিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, “আমি বিচারককে বলেছি, আবারও বলব। আমি আমার বন্ধুর সঙ্গে হেঁটে বাড়ি ফিরেছিলাম, সেটাই সবার সমস্যা। আমাদের ভিডিও বানিয়ে এখন সেটাকে লাভ জিহাদ বলছে। আমি কোনও অন্যায় করিনি, আমি স্বেচ্ছায় বন্ধুর সঙ্গে ফিরেছি।”

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, গত ১৪ ডিসেম্বর রাত সাড়ে দশটা নাগাদ এক দলিত নাবালিকা তার পুরনো সহপাঠীর সঙ্গে এক বন্ধু জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। সেই কিশোর এক মুসলিম। বাড়ি ফেরার সময় একদল যুবক তাদের তাড়া করে। তারপর লাঠি দিয়ে কিশোরকে ব্যাপক মারধর করে এবং তাদের ধরে থানায় নিয়ে যায়। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। বয়ানে তিনি বলেন, মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত কিশোর। বিয়ে করে ধর্মান্তরিত করার উদ্দেশ্য ছিল বলেও অভিযোগ করেন। কিন্তু পরে মেয়েটির বাবা অভিযোগ করার কথা অস্বীকার বলেন, পুলিশ জোর করে বয়ান নিয়েছে। তার মেয়ের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। সে কোনও অন্যায় করেনি। কেন তার মেয়েকে রাজনীতির মধ্যে টেনে আনা হচ্ছে বুঝতে পারছেন না তিনি। তার প্রশ্ন, একটি ছেলের সঙ্গে একটি মেয়ে হাঁটলে সেটা কি অন্যায়?
বর্তমানে ওই কিশোরকে জেলে পাঠানো হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন