শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রজেক্ট ‘পেডিকেয়ার’-এর আন্তর্জাতিক পুরস্কার লাভ

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্ভাবিত বাংলাদেশী সোস্যাল ভেঞ্চার প্রজেক্ট ‘পেডিকেয়ার’ এইচইসি মন্ট্রিল (কানাডা) ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব (জার্মানি) কর্তৃক আয়োজিত সোস্যাল বিজনেস ক্রিয়েশন কম্পিটিশন ২০১৬-এর ‘হাই ইম্পেক্ট বিজনেস আইডিয়া’ এবং ‘বেস্ট বিজনেস কনসেপ্ট’- এর পুরস্কার প্রাপ্তির গৌরব অর্জন করেছে এবং শীর্ষ পাঁচটি দলের মধ্যে স্থান লাভ করেছে। ‘পেডিকেয়ার’ দলের সদস্যরা আগামী ১২সেপ্টেম্বর কানাডার এইচইসি মন্ট্রিলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘হাই ইম্পেক্ট বিজনেস আইডিয়া’ এবং ‘বেস্ট বিজনেস কনসেপ্ট’-এর পুরস্কার গ্রহণ করবেন এবং শীর্ষ পাঁচটি দলের মধ্যে অবস্থান করায় ১০০০০ মার্কিন ডলারের একটি অনুদানও পুরস্কারের সাথে গ্রহণ করবেন। শীর্ষস্থানীয় অন্যান্য দলগুলো হলোÑ কলাম্বিয়া থেকে ‘ই১ নেগ্রো ইসতা ডি মোডা’, ইন্ডিয়া থেকে ওয়াও ফাউন্ডেশন, অস্ট্রেলিয়া থেকে ‘ক্যাম্পাস ফ্যামিলি কেয়ার’ এবং কানাডা থেকে ‘কানেকতা’।
প্রতিযোগিতাটি এশিয়া, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার ১৬টি দেশ থেকে ৩০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ৪৪টি টিম অংশগ্রহণ করে। পেডিকেয়ার টিমটি এই প্রতিযোগিতায় ১ম এবং ২য় রাউন্ডসহ শীর্ষ পাঁচটি দলের মধ্যে স্থান করে নেয়। পেডিকেয়ার হলো একটি সামাজিক ব্যবসার ধারণা, যা বাংলাদেশে অপুষ্টি সমস্যার সুরাহা নিয়ে কাজ করে। এই টিমের সদস্যরা হলেনÑ কাজী মিসু (বিবিএ), ভাস্কর সরকার (সিএসই), ফয়সাল বিন আবুল কাসেম (সিএসই) এবং শামসুন নাহার লিপি (সিএসই)। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন