নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনায় তিন নদীর মোহনায় বরযাত্রীবাহী নৌকা ডুবির চারদিন পর হাসান উদ্দিন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার বিকেলে টাঙ্কির খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাসান উদ্দিন হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের আবদুল কাদেরের পুত্র বলে জানান, কোস্টগার্ড হাতিয়া স্টেশন কমান্ডার লে. তাহসিন রহমান। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর চানন্দি ইউনিয়নের ক্যারিংচর এলাকা থেকে ৫৭ জন বরযাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ভোলার জেলার মনপুরা উপজেলার কলাতলী এলাকার উদেশ্যে রওয়ানা হয়। বিকাল পৌনে চারটার দিকে তিন নদীর মোহানা (হাতিয়া অংশে) স্রোতের কবলে পড়ে যাত্রীবাহী নৌকাটি।
এ সময় বাতাসের কারণে তিন নদীর মোহনায় কয়েক ফুট উঁচু ঢেউ সৃষ্টি হয়। এতে মোহনায় স্রোত ও ঢেউয়ে তাল মেলাতে না পেরে নৌকাটি উল্টে যায়। পরে নববধূ তাসলিমা আক্তার (২০)সহ ৭জনের লাশ উদ্ধার করা হয় এবং ৮ জন নিখোঁজ হয়। এদিকে কোস্ট গার্ডেও ডুবুরি দল ও নৌ পুলিশ সদস্যরা চতুর্থদিনের মত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন