শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৬ জন আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে মাঝবাড়ী গ্রামের মৃত সদন তালুকদারের ছেলে সিরাজুল হক তালুকদার ওরফে টুকু তালুকদার, পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন এবং হাল জরিপে তাদের নামে সুদ্ধমত রেকর্ড হয়। উক্ত জমি একই গ্রামের প্রতিপক্ষের লোকজন জোর করে দখল নিতে আসলে টুকুর লোকজন প্রতিবাদ করলে তাদের উপর এ হামলার ঘটনা ঘটে। এর আগে উভয় পক্ষ আদালতে গেলে আদালত ১৪৪ ধারা জারি করে দখল প্রতিবেদন চান। দখল প্রতিবেদন প্রতিপক্ষের বিপক্ষে গেলে ক্ষিপ্ত হয়ে ছবেদ তালুকদারের ছেলে সাহিন তালুকদার, সরোয়ার তালুকদার, জাহাঙ্গির তালুকদার, জাকির তালুকদার ও হারুন তালুকদারের ছেলে রুহুল ও জসিম তালুকদারসহ তাদের দলবল নিয়ে রামদা ও দেশীয় লাঠিসোটা দিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালান। এতে ইতি তালুকদার (২৫), ডালিয়া বেগম (৩০), লিলি তালুকদার (৬০), রাজিয়া বেগম (৩৫), হুমায়ুন তালুকদার (৩০) ও টুকু তালুকদার (৬৫) আহত হন। আহতের মধ্যে ৩জনকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে সাহিন তালুকদারের বক্তব্য পেতে এলাকায় গিয়ে তাকে পাওয়া যায়নি। কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (অসি) আব্দুল লতিফ জানান, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন