৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কক্সবাজারের হিমছড়ির পাহাড়ের উপর থেকে পথ হারানো চার যুবককে উদ্ধার করেছে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। গতকাল আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার এর মাধ্যমে গতকাল কক্সবাজারের হিমছড়ি এলাকার দুর্গম পাহাড়ে আটকে পড়া চার জন শিক্ষার্থীকে উদ্ধার করে কক্সবাজার বিমান বন্দরে আনা হয়েছে।
শনিবার সকালে চার জন শিক্ষার্থী বেড়াতে এসে কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর দুর্গম পাহাড়ে পথ হারিয়ে ফেলে। এরপর তারা ৯৯৯ এ কল করে। পরবর্তীতে বিকেল ৪টা ৩৮ মিনিটে বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার দ্রুততার সহিত ঘটনাস্থলে পাঠায়। হেলিকপ্টারটি সন্ধ্যা ৫টা ৬ মিনিটের সময় কক্সবাজার এসে পৌঁছায় এবং সন্ধ্যা ৫টা ২৪ মিনিটের সময় আটকে পড়া চারজনকে উদ্ধার করে বিমান বাহিনী কক্সবাজার বিমানবন্দরে আনে।-আইএসপিআর
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন