বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে একই সাথে ৩ ছেলে সন্তানের প্রসব

শেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

শেরপুরের একটি বেসরকারি হাসপাতালে কৃষক পরিবারের ঘর আলো করে এক সাথে তিন পুত্র সন্তান প্রসব করলেন এক মা। মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
শেরপুর জেলা শহরের পৌরসভার রাজাবাড়ী মহল্লার (তিনআনী বাজার) ফিরোজা মর্তুজ প্রা. হাসপাতালে রোজিনা বেগম (২৫) নামে এক গৃহিনীর তিন ছেলে সন্তান প্রসব করেছেন।
গতকাল রোববার রাতে অস্ত্রোপাচারের (সিজার) মাধ্যমে তিনটি ছেলে সন্তান জন্ম লাভ করেছে। রোজিনা বেগম পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া সরকার পাড়া গ্রামের জনৈক মো. সাইফুল ইসলামের স্ত্রী। মো. সাইফুল ইসলাম জানান, তার স্ত্রী রোজিনা বেগম সন্তান সম্ভাবা হওয়ার ৫ মাস পর থেকে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে তারা জানতে পারেন তার গর্ভে তিন ছেলে সন্তান রয়েছে। গত রোববার তাকে শেরপুর শহরের ফিরোজা মর্তুজ প্রা. হাসপাতালে ভর্তি করা হয়।
ওইদিন রাতেই ডা. মায়া হোড় রোজিনা বেগমকে অস্ত্রোপাচার (সিজার) করে ওই তিন নবজাতককে প্রসব করান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন