সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রতারণার অর্থে বিয়ে হলেও শ্রীঘরেই ঠিকানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রতারণার এক নতুন কৌশল আবিষ্কার করেছিলেন ইংল্যান্ডের চেশায়ারের ২৯ বছর বয়সী যুবতী টনি স্ট্যানডেন। বন্ধু-বান্ধবদের বোকা বানাতে তিনি ক্যান্সারের রোগী সেজেছিলেন। এমনকি নিজের মাথা পর্যন্ত টাক করে ফেলেন। এর মাধ্যমে বন্ধু-বান্ধবদের বোঝাতে চান যে, তিনি ক্যান্সারে মারাত্মক অসুস্থ। তিনি অন্যের সাহায্য ছাড়া সিঁড়ি বাইতে পারেন না। নামতে পারেন না। স্ক্র্যাচ ছাড়া চলতে পারেন না। ডাক্তার তাকে দু’মাস সময় দিয়েছেন। এরপরেই তিনি মারা যাবেন। এমন আবেদনে তিনি জানান, তার আর্থিক সহায়তা প্রয়োজন। ব্যাস, অর্থ আসতে থাকে। আস্তে আস্তে তা বড় একটি অংকে দাঁড়ায়। সংগ্রহ হয়ে যায় ৮৫০০ পাউন্ড। কিন্তু তিনি সেই অর্থ দিয়ে উল্টো কি করেন! তিনি বিয়ে করেন পার্টনার জেমসকে। অর্থাৎ বিয়ের খরচ উঠাতে তিনি ক্যান্সারে ভয়াবহভাবে আক্রান্ত এমন রোগী সেজেছিলেন। কিন্তু তার এ প্রতারণা ধরা পড়ে যায় বন্ধুদের কাছে। ফলে টনি স্ট্যানডেনকে এখন জেলের ভাত খেতে হচ্ছে। আদালত তাকে ৫ মাসের জেল দিয়েছে। অনলাইন ডেইলি মেইল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন