স্পোর্টস রিপোর্টার : ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিনের সঙ্গী কাজী জসিমউদ্দিন জোসি। খেলোয়াড়ী জীবনে সাদা-কালো জার্সি গায়ে মাতিয়ে বেরিয়েছেন ঢাকার ফুটবলাঙ্গন। দীর্ঘ সময় খেলেছেন মোহামেডানে। ক্যারিয়ার শেষ করেও মায়া ছাড়তে পারেননি প্রিয় ক্লাবের। তাই এসময় মোহামেডানের কোচের ভূমিকাতেই তাকে দেখেন ফুটবলপ্রেমীরা। গত মৌসুমে জোসির প্রশিক্ষণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে মোহামেডান। এবার প্রিমিয়ার লিগে মোহামেডানের কোচ হিসেবেই ছিলেন তিনি। কিন্তু লিগের প্রথম পর্বের শেষ দিকে হঠাৎ করেই জোসিকে আর সাদাকালো ডাগ আউটে দেখা যায়নি দলের সঙ্গে। সেই থেকে গুঞ্জন ছিলো তিনি মোহামেডান ছাড়ছেন। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিলেন জোসি। ইতোমধ্যে জামালে কাজও শুরু করে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে জোসি বলেন, ‘২৭ অক্টোবর টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে শেখ জামালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি আমি। আর কাজ শুরু করেছি শনিবার থেকে। তবে আপাতকালীন সময়ের জন্য শেখ জামাল ফুটবল দলের ম্যানেজার হিসেবেও কাজ করতে হচ্ছে।’
মন্তব্য করুন