চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাম-রুবেলা (এমআর) ক্যাম্পেইন/২০২০ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাক্তার সুলতানা পাপিয়ার সভাপতিত্বে এডভোকেসী সভায় উপস্থিত ছিলেন, ডাক্তার তৌফিকুল আলম, উপজেলা শিক্ষা অফিসার রোকসানা, ফতেপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান।
ডাক্তার সুলতানা পাপিয়া জানান, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে সরকার স্বাস্থ্যবিধি মেনে স্থগিত হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালনা করায় সামাজিক দূরত্ব ও অধিক সময় অপেক্ষা রোধ নিশ্চিতকল্পে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পেইন তিন সপ্তাহের পরিবর্তে ছয় সপ্তাহ ব্যাপী পরিচালিত হবে, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইন হবে না, ক্যাম্পেইন কমিউনিটি টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।
৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা এমআর টিকা দেয়া হবে। নাচোলে ৩৪ হাজার ৬শ' ৩৬জন শিশুকে এ টিকে দেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন