শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

করোনা টিকা নিতে মুসলিমদের কোনো বাধা নেই : আমিরাত ফতোয়া কাউন্সিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ৫:৫৪ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাস টিকা নিতে মুসলিমদের কোনো বাধা নেই বলে ফতোয়া দিলেন সংযুক্ত আরব আমিরাত ফতোয়া কাউন্সিল।ইসলামি শরিয়ত অনুসারে, মানবদেহের সুরক্ষা এবং এর সঙ্গে সঙ্গতিপূর্ণ ইসলামি অনুশাসন বিশ্লেষণ করে সংযুক্ত আরব আমিরাত সরকার এক ফতোয়ায় বলেছে – করোনা টিকা নিতে মুসলিমদের কোনো বাধা নেই। -খালিজ টাইমস
ফতোয়া কাউন্সিলের প্রধান শায়খ আব্দুল্লাহ বিন বায়াহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলের এক বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মুসলিমদের জন্য করোনা টিকা নেওয়া হালাল (বৈধ) হবে কি না – সে ব্যাপারে দ্বিধা সৃষ্টি হলে আমিরাতের ফতোয়া কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করেন মালয়েশিয়ার ধর্মমন্ত্রী । ওই জিজ্ঞাসার ভিত্তিতে কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের মতো দ্রুত সংক্রমণক্ষম মহামারির হাত থেকে মানবজাতিকে রক্ষা করতে টিকার কোনো বিকল্প নেই। যেহেতু, একজনের কারণে সবাই সংক্রমণ ঝুঁকিতে থাকবেন, সেই অর্থে টিকা নেওয়ার মাধ্যমে এই মহামারি প্রতিরোধ করা ইসলামি আইন সমর্থন করে। কাউন্সিলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অনেকের দাবি অনুসারে যদি, টিকা তৈরিতে যদি হারাম (অবৈধ) কোনো উপাদান ব্যবহার করা হয়েও থাকে, তারপরও মানবজাতির বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করে এবং কোনো বিকল্প না থাকায় ইসলাম টিকা নেওয়াকে সমর্থন করে। পাশাপাশি, টিকাদান কার্যক্রম সফল করতে সকল মুসলিমকে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে সহযোগিতা করার পরামর্শ কাউন্সিলের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মাহাদী বিন ইসমাঈল ১৬ জানুয়ারি, ২০২১, ২:০৮ এএম says : 0
হ্যাঁ, আমি এর পক্ষে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন