শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টিকা নিলেন কুয়েতের প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১১:৪৪ এএম

করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা নিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ। গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে তিনি প্রথমবারের মতো টিকা গ্রহণ করেন। এর মধ্যে দিয়ে দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলো। গতকাল বৃহস্পতিবার কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

এছাড়া কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপপ্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের টিকা নিয়েছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বসিল আল সাবাহ বলেন, আমরা করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু করেছি। সৃষ্টিকর্তা আমাদের যেন এই ভ্যাকসিনের মাধ্যমে সবাইকে নিরাপদ রাখেন।

আরব টাইমসের খবরে বলা হয়, বয়স্কদের শুরুতেই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কুয়েতে প্রথম ধাপে চারভাগে দেয়া হবে টিকা। চিকিৎসকদের প্রথমে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি ৬৫ বছরের ওপর যাদের বয়স এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।

এছাড়া তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের এই টিকা দেয়া হবে। ইতোমধ্যে ৭৩ হাজার ৭০০ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। সূত্র : আল জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন