শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সংবাদের সংশোধনী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ৫:৪৪ পিএম | আপডেট : ৬:০৬ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২০

আজ শুক্রবার দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় প্রকাশিত ‘সংস্কারে কচ্ছপগতি’ সংবাদে রাজধানীর উত্তরার ৬ নং সেক্টরের ৩ ও ৮ নম্বর রোডের সংস্কার কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা কন্সট্রাকশন প্রাইভেট লিমিটেড এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ পারভেজ করছেন বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে কাজটি তিনি করছেন না, কাজটি করছেন এসএম কন্সট্রাকশন লিমিটেড এর স্বত্ত্বাধিকারী হাসিবুর রহমান শাহীন।

এক প্রতিবাদে মোহাম্মদ পারভেজ বলেন, প্রকাশিত ‘সংস্কারে কচ্ছপগতি’ সংবাদে উত্তরার যে সংস্কার কাজের কথা বলা হয়েছে আমার প্রতিষ্ঠান সেই কাজ করছে না। প্রকাশিত সংবাদটি আমার নাম ব্যবহার করা খুবই দুঃখজনক। সংবাদে বলা হয়েছে ঠিকাদার পারভেজের সঙ্গে ডিএনসিসির মেয়রের সুসম্পর্ক থাকার কারণে আমি কাউকে পাত্তা দেই না। আমি মনে করি এরকম প্রতিবেদনে ডিএনসিসির সম্মানিত মেয়রের ভাবমূর্তিও ক্ষুন্ন হয়েছে। যা অনভিপ্রেত ও নৈতিকতা বিবর্জিত। আমার ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ডিএনসিসি এলাকায় যেসব কাজ রয়েছে, তা যথাসময়ে শেষ হচ্ছে। ডিএনসিসিসহ অন্যান্য সংস্থায় আমার প্রতিষ্ঠানের নামে নেওয়া কাজগুলোর সময় এবং মানের ক্ষেত্রে আমি আপোষহীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন