সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা আজ (শনিবার) শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মসুদুর রহমান চৌধুরী, মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, কেন্দ্রীয় সদস্য শিক্ষক আব্দুল মালিক, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, এম.এ রকিব, রিয়াজ উদ্দিন আহমদ, এম.এ জলিল, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ, শওকত আলী প্রমুখ। সভায় বক্তারা মরণব্যাধি করোনা ভাইরাসের আক্রমাণ থেকে বিভাগের অধিবাসীদের রক্ষা কল্পে সিলেটে সকল ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দরে করোনা পরীক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের স্বাস্থ্যবিধি পালনে কঠোর ব্যবস্থা অবলম্বন, সামাজিক অনুষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্য বিধি পালন সুনিশ্চিত করার দাবী জানান। বক্তারা বিভাগের সকল স্বাস্থ্য কেন্দ্র ও জেলা হাসপাতাল সমূহে করোনা পরীক্ষাগার স্থাপন ও চিকিৎসা সামগ্রী সরবরাহের দাবী জানান। সভায় কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আহত শ্রমিকদের রাষ্ট্রীয় ভাবে সুচিকিৎসা প্রদান ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান।
মহানগরীতে সার্বক্ষণিক বিদ্যুৎ লাইন সচল রাখার লক্ষ্যে আগামী ১০০ বছরের চাহিদা বিবেচনা নিয়ে মহানগরীর বিদ্যুৎ বিতরণ লাইনের উন্নয়ন কল্পে একটি দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণ এবং মহানগরীর পূর্ব, উত্তর ও দক্ষিণ পাশে ৩টি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কেন্দ্র নির্মাণের দাবী জানান। সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ লাইনের উন্নয়ন কল্পে সকল পুরাতন বিদ্যুৎ লাইন পরিবর্তন করে আধুনিক বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইন নির্মাণের দাবী জানান। সভায় সিলেটে তৈল শোধনাগার ও পরীক্ষা কেন্দ্র নির্মাণ, বর্তমান শুষ্ক মৌসুমে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়ন কাজ শুরু করা, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ কল্পে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন