শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাস্তায় আমিন জুট মিলের শ্রমিকরা

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সাপ্তাহিক মজুরি নিয়ে জটিলতা নিরসনে গতকালও রাস্তায় নেমেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিকরা। রেলপথ অবরোধের কারণে আটকা পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনসহ দু’টি ট্রেন। দুপুর ২টার দিকে কয়েকশ’ শ্রমিক আমিন জুট মিলের প্রধান ফটকের সামনে সড়কে ব্যারিকেড দেয়। এসময় আতুরার ডিপোসহ আশপাশের সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধের পর তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। এরপর তারা আমিন জুটমিল সংলগ্ন চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন অবরোধ করেছেন। আমরা তাদের রেললাইন থেকে সরানোর চেষ্টা করছি। শ্রমিকরা জানিয়েছেন, মিল কর্তৃপক্ষের কাছে তাদের সাত সপ্তাহের বকেয়া পাওনা আছে। গত সপ্তাহে এর আগের সপ্তাহের বেতনের চেক ব্যাংকে জমা দেয়া হলেও তাদের হিসাবে কোন টাকা জমা হয়নি। বকেয়া পাওনার দাবিতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এর আগে ২১ আগস্টও তারা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) জাহাঙ্গীর আলম বলেন, রেলপথ অবরোধের কারণে নাজিরহাটমুখী একটি ডেমু ট্রেন আটকে যায়। একটি শাটল ট্রেনেরও সমস্যা হয়। পরে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন