কোর্ট রিপোর্টার : গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিমের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান এ আদেশ দেন।
এর আগে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা আট দিন রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবীরা জামিন আবেদন করেন।
এর আগে ১৩ আগস্ট হাসনাতকে গুলশানের মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। পরে আটদিন রিমান্ডে নেয়ার অনুমতি পায়। এর আগে গত ৩ আগস্ট ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাতকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন কর হয়। পরে আটদিন রিমান্ডে নেয়ার অনুমতি পায় পুলিশ। এর আগে গত ১ জুলাই রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান রেস্তোরাঁয় ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে দেশি-বিদেশি অন্তত ৩৩ জনকে জিম্মি করে একদল অস্ত্রধারী। পরদিন সকালে কমান্ডো অভিযানে নিরাপত্তা বাহিনী ওই ক্যাফের নিয়ন্ত্রণ নেয়। পরে সেখান থেকে ১৭ বিদেশিসহ ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযানে নিহত হন পাঁচ হামলাকারী। এর আগে রাতে পরিস্থিতি সামাল দিতে গিয়ে জঙ্গিদের ছোড়া বোমায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন