স্টাফ রিপোর্টার : বেসরকারি টিভি চ্যানেল এনটিভির সাংবাদিক আতিকুল হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি ফোরকান আলীকে ছয় মাসের অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল (বুধবার) বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল দেলোয়ারা বেগম বেলা। ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি রাজধানীর মগবাজার টঙ্গি ডাইভারশন রোডের রেলক্রসিংয়ে মোটরসাইকেল চালানো অবস্থায় এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন