বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইসলামবিরোধী পাঠ্যসূচি বাতিল ও কওমী সনদের স্বীকৃতি দিতে হবে -স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ

প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পাঠ্যসূচি শিক্ষানীতি বাতিল ও অনতিবিলম্বে কওমী সনদের স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়েছেন কওমী শিক্ষা সনদের স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মুফতি আবুল কাসেম। জাতীয় শিক্ষানীতি-২০১০ ও জাতীয় শিক্ষা আইন-২০১৬ [খসড়া] এর সব অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমরা ইসলামবিরোধী শিক্ষানীতি ও পাঠ্যসূচির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এ বিষয়ে সবাইকে আন্দোলনের মাধ্যমে সব অসঙ্গতি দূর করতে সরকারকে বাধ্য করতে হবে। বিদ্যমান পাঠ্যপুস্তকে অসঙ্গতি কিছুতেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যৎ আদর্শ মানুষ গঠনে পাঠক্রমের এসব অসঙ্গতি দূর করা জরুরি। তিনি সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা শতভাগ স্বকিয়তা বজায় রেখেই কওমী সনদের স্বীকৃতি চাই। এ স্বীকৃতির বিরুদ্ধে কথা বলার অর্থ শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা।
তিনি ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জাতিগত স্বার্থবিরোধী কথা না বলার আহ্বান জানান, গতকাল রাজধানীর চৌধুরীপাড়ায় আলেমদের মতবিনিময় সভায় ছিলেন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আবদুর রহীম, মুফতি আবদুল কাইউম খান, মাওলানা আইয়ুব আনসারী, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা আরিফ উদ্দীন মারুফ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন