শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় যুবকের আত্মহত্যা

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় মো. পলাশ সিকদার নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শেষ বিকালে পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে। 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিজেদের ঘরের দোতলায় আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা বলতে পরেনি কেউ। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।

এদিকে, মো. আউয়াল হোসেন নামের এক জেলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাকে মৃত অবস্থায় গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে দু’দিন আগেই সাগরে মাছ ধরা অবস্থায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল। মৃত আউয়াল হোসেন উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামের মো. শহিদুল মিয়ার ছেলে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মো. মাহ্মুদুর রহমান বলেন, স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন