স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে : নাতি এবং ভাতিজাকে জামিন করাতে এসে গতকাল বুধবার বিকালে মতি ফকির (৬০) নামে এক ব্যক্তি বগুড়ার জেলা ও দায়রা জজ-এর বারান্দায় হার্ট এটাকে মারা গেছেন। প্রচ- গরমের মধ্যে তিনি জামিন না মঞ্জুরের খবর পেলে কোর্টের বারান্দায় পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। ওই মামলার সংশ্লিষ্ট আইনজীবী বিজ্ঞ আদালতকে এ বিষয়ে অবহিত করে শুনানি করলে আদালত ওই দুই আসামির জামিন মঞ্জুর করেন। জানা গেছে, গাবতলীর পীরগাছার তেলকুপি গ্রামের কবির উদ্দিন সাবলুর ছেলে আবির হোসেন মিম (২০), মাহবুবুর রহমানের ছেলে সুজন মিয়া (২০) ও প্রতাপ চন্দ্র সাহার ছেলে পঞ্চম কুমার সাহা (১৯) গত ২৪ মে রাত সাড়ে ১০টার দিকে পীরগাছার পান্টিপোতা সেতুতে অবস্থান নেয়। ধারালো অস্ত্রে সজ্জিত তরুণরা রশি ধরে মোটরসাইকেলের পথরোধ করে। নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে কাগজপত্র দেখার নামে টাকা আদায় করতে থাকে। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ তাদের তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন