মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের ফাঁস করা একটি ফোনালাপ ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টাতে জর্জিয়া অঙ্গরাজ্যের একজন শীর্ষ নির্বাচন কর্মকর্তাকে পর্যাপ্ত ভোট ‘খুঁজে দিতে’ বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল রোববার (৩ জানুয়ারি) ফাঁস হওয়া ফোনালাপে ট্রাম্প জর্জিয়ার প্রধান কর্মকর্তা ব্র্যাড রাফেন্সপের্গারকে বলেন, ‘দেখুন, আমি এটাই চাই। আমি শুধুমাত্র ১১ হাজার ৭৮০ ভোটের খোঁজ চাই। কারণ আমরা এই স্টেটে জিতেছি।’
ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে ব্র্যাড বলেন, ১২ হাজার ৭০০ ভোটের বেশি ব্যবধানে জো বাইডেনের জেতার বিষয়টি সঠিক।
এবার ট্রাম্প বলেন, ‘জর্জিয়ার মানুষ ক্ষুদ্ধ। দেশের মানুষ ফুঁসছে।’
জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘ওয়েল, মিস্টার প্রেসিডেন্ট, আপনি যে ডেটার জোরে চ্যালেঞ্জ করছেন, সেটি ভুল।’
এর পরই ট্রাম্প ওই কর্মকর্তার বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থার হুমকি দেন। ট্রাম্প বলেন, ‘আপনি জানেন, তারা কী করছে। এরপরও আপনি রিপোর্ট করছেন না। এটা অপরাধ। আপনি এটা ঘটতে দিতে পারেন না। আপনার আইনজীবী রায়ান ও আপনার জন্য এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’
গত ৩ নভেম্বরের ভোটের পর থেকে কোনো প্রমাণ ছাড়াই ভোট জালিয়াতির অভিযোগ এনে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে আর মাত্র ১৬দিন সময় আছে। এই দিনগুলোতে তিনি কী করেন, সেটি নিয়ে মার্কিন মুলুকে নানা আলোচনা চলছে। নতুন বছরের পার্টি ফেলে ফ্লোরিডা থেকে রহস্যময়ভাবে আগেভাগে অফিসে ফিরেছেন। সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন