শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিক্ষানবিশ আইনজীবীদের বিচার দাবি

বরিশালে পুলিশ হেফাজতে মৃত্যু

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

বরিশালে শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিম রেজাকে পুলিশ হেফাজতে হত্যার প্রতিবাদে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষনবীশ আইনজীবীরা। গতকাল সকাল সাড়ে ১১টায় বরিশালের শিক্ষানবীশ আইনজীবীদের আয়োজনে নগরীর ফজলুল হক অ্যাভেনিউতে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষানবীশ আইনজীবী পারভেজ বীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও সাবেক সম্পাদক মহসিন মন্টু, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মিলন ভূইয়া, অ্যাডভোকেট সাকলাইন মোস্তাক, হুমাউন কবির মাসুদ।

রেজাউল করিম হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত ডিবি পুলিশ অফিসারের বিচারের প্রত্যশা করে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বরিশাল আনইজীবী সমিতির সদস্যরা। আইনজীবী সমিতির সদস্যরা অভিযোগ করে বলেন, রেজাউলকে বাসার সামনে একটি চায়ের দোকানের সামনে থেকে ধরে নিয়ে পরবর্তীতে নির্মমভাবে নির্যাতন করে দুটি মিথ্যা মামলার নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। রেজা হত্যার সুষ্ঠু তদন্ত না হলে কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন বলে ঘোষণা করেন শিক্ষানবীশ আইনজীবীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন