শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে র‌্যাব-৯

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ৭:৩২ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে দেশে মুজিববর্ষ পালন করা হচ্ছে। মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে ১ জানুয়ারি থেকে প্রথম ৭ কর্মদিবসকে র‌্যাব ফোর্সেস সদর দপ্তর ‘র‌্যাব সেবা সপ্তাহ’ ঘোষণা করে পালন করছে বিভিন্ন কর্মসূচি। এরই ধারাবাহিকতায় সিলেটে র‌্যাব-৯ আয়োজিত কর্মসূচির চতুর্থ দিনে আজ (মঙ্গলবার) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির। কর্মসূচির উদ্বোধন করেন র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মূসা মো. শরীফুল ইসলাম। এতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন রক্তদান করেন প্রথমে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর উপ-অধিরায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন