বর্ষাকালে বন্যার পানি থেকে রক্ষা ও শুষ্ক মৌসুমে খালের পানি দিয়ে ধান ও রবি শস্য উৎপাদনের জন্য কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড এক যুগান্তরকারী পদক্ষেপ হাতে নিয়েছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের সদর উপবিভাগীয় প্রকোশলী তাজুল ইসলাম ইনকিলাবকে জানান, উখিয়া উপজেলায় পালংখালীতে ৬ কিলোমিটার দৈর্ঘ্য একটি খাল খনন কাজ প্রায় সমাপ্তির পথে। এই খনন কাজে বরাদ্দ দেয়া হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা।
কক্সবাজার সদর উপজেলার ঈঁদগাহ খনন করা হচ্ছে ৬ কিলোমিটার দীর্ঘ ঈঁদগাহ খাল। এই খাল খননের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে ২ কোটি ৮৬ লাখ। মহেশখালীতে খনন করা হবে ৫ কিলোমিটার দীর্ঘ নাপিতের খাল। এই খাল খননের জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে ১ কোটি ৮১ লাখ টাকা। উপবিভাগীয় প্রকোশলী তাজুল ইসলাম জানান, স্থানীয় জনগণের বাঁধার কারণে মহেশখালির খাল খননটি এখনও শুরু করা যায়নি। স্থানীয় এমপি জনগণের সাথে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন