প্রেস ইনস্টিউট বাংলাদেশ (পিআইবি)-র উদ্যোগে গত সোমবার থেকে শুরু হওয়া রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার। প্রশিক্ষণ শেষে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অংশগ্রহণকারী ৩৫ জনের মাঝে সনদ প্রদান করা হয়। প্রেস ইনস্টিউট বাংলাদেশ (পিআইবি)-র মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল (৩১৫এ)-র উপদেষ্টা লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া।
বুনিয়াদি প্রশিক্ষণে সঞ্চালক হিসাবে ভূমিকা পালন করেন ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাহ-আলম, সিনিয়র প্রশিক্ষক জুলফিকার আলী মানিক, গবেষক রেজা এনায়েত। সমাপনী অনুষ্ঠানে ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাংবাদিক সাত্তার আলী সোহেল, রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন