রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিয়ানীবাজারের মারুফা আহমেদ সিআইপি নির্বাচিত

বিয়ানীবাজার (সিলেট) থেকে উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১:৫৬ পিএম

সিআইপি স্বীকৃতি পেলেন বিয়ানীবাজার আকাখাজনা (বড়বাড়ি) মরহুম আলহাজ্ব আশহাক আহমদ এর কন্যা মিসেস মারুফা আহমেদ।
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রিমিয়াম ফুডস ইউএসএ ইন্টাঃ এর চেয়ারম্যান ও প্রিমিয়াম ফিশ এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডিরেক্টর মিসেস মারুফা আহমদকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) স্বীকৃতি প্রদান করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বুধবার (৬ জানুয়ারি) সিআইপির স্বীকৃতি স্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মিসেস মারুফা আহমদকে ‘বিদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারক অনিবাসী বাংলাদেশি’ হিসেবে সিআইপি মনোনীত করা হয়। মিসেস এবং মিস্টার আহমেদের প্রতিষ্ঠিত শাহজালাল ব্র্যান্ড এখন যুক্তরাষ্ট্র ও কানাডায় বহুল জনপ্রিয়। বাংলাদেশ সহ আমেরিকা, ইউকে, মায়ানমারের মত দেশেও প্রতিষ্ঠিত করেছেন তাদের মালিকানাধীন প্রিমিয়াম ফুডস এর কারখানা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সৃষ্টি করেছেন হাজারো লোকের কর্মসংস্থান।
উল্লেখ্য মিসেস মারুফা আহমেদ সিলেট জেলার শিবগঞ্জ, বোরহান ভাগের সম্রান্ত ব্যাবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন।মিসেস আহমেদ এর স্বামী কল্লোল আহমদ, একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী, উক্ত অনুষ্ঠানে পৃথকভাবে* প্রথম সারীর সিআইপি নির্বাচিত হন মিস্টার আহমেদ । তাদের বড় মেয়ে ইউএসএ তে ফিন্যান্স নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং ছোট মেয়ে শিক্ষানবিশ ডাক্তার। মিসেস আহমেদ বাংলাদেশের অন্যতম কন্সট্রাকশন প্রতিষ্ঠান জামিল ইকবাল লিমিটেড এর চেয়ারম্যান ও এন আর বি ব্যাংকের অন্যতম পরিচালক এবং সিলেট বিভাগের সাত বারের সর্বোচ্চ করদাতা সম্মাননায় ভূষিত মোঃ জামিল ইকবাল এবং মোঃ জাহেদ ইকবালের ভাগ্নি। মিস্টার এবং মিসেস আহমেদ ব্যাবসার মাধ্যমে দেশ ও মানুষের জন্য তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকার তাদেরকে পৃথকভাবে সিআইপি সম্মানে ভুষিত করে।
এছাড়া কল্লোল আহমেদ মতিন এন্ড রাজিয়া ফাউন্ডেশনের মাধ্যমে হাজারো ছেলেমেয়ের শিক্ষা ও আবাসনের ব্যবস্থা করছেন। এসব কাজে যোগ্য সহযাত্রী হিসেবে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন তাঁর স্ত্রী মিসেস মারুফা আহমদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন