শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ডোনাল্ড ট্রাম্পকে ছাড়ছেন মিত্ররা, পদত্যাগের হিড়িক চলছে হোয়াইট হাউস ও ওয়াশিংটনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ১:৪১ পিএম

মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ছাড়ছেন মিত্ররা, দুই মন্ত্রীর পদত্যাগ, হোয়াইট হাউস ও ওয়াশিংটনে চলছে পদত্যাগের হিড়িক। বুধবার ক্যাপিটল হিলে দাঙ্গা ও সহিংসতার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষুদ্ধ নিজ দলের রিপাবলিকান নেতারা সহ হোয়াইট হাউস ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ট্রাম্পের প্রেসিডেন্সির মেয়াদ আর মাত্র ১৩ দিন থাকলেও ইতোমধ্যেই অনেক কর্মকর্তা দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিয়েছেন। -সিএনএন, দ্য গার্ডিয়ান
দেশটির যোগাযোগ মন্ত্রী এলিনি চাও ও শিক্ষামন্ত্রী বেতসি ডাভোস মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের চারজন স্টাফ। জাতীয় নিরাপত্তা পরিষদের কাউন্টার- প্রোলিফারেশন এন্ড বায়োডিফেন্স এইড অ্যান্থনি রোজারিও, কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইসর এর চেয়ারম্যান টেইলর গুডস্পেড, জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ কর্মকর্তা মার্ক ভ্যানড্রফ ও বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা জন কোস্তেলো পদত্যাগ করেছেন। এর আগে পদত্যাগ করেছেন ট্রাম্পের উপ জাতীয় নিরাপত্তা পরামর্শক ম্যাট পোটিংগার, মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিসাম ও হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি অ্যানা ক্রিস্টিনা
এদিকে পদত্যাগ করতে যাচ্ছেন উত্তর আয়ারল্যান্ড বিষয়ক বিশেষ দূত বিশেষ দূত মাইক মুলভ্যানলি ও এক জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রেস সেক্রেটারিও পদত্যাগ করবেন বলে জানা গেছে। সেই সঙ্গে ট্রাম্পকে টুইটে ‘ প্রেসিডেন্সির জন্য অযোগ্য’ বলে মন্তব্য করা পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক পরামর্শককে বরখাস্ত করা হয়েছে। ক্যাপিটলে সহিংসতা প্রতিরোধ করতে না পারায় দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন ইউএস ক্যাপিটল পুলিশের প্রধান স্টেভেন সান্ড। পদত্যাগ পত্রে তিনি বলেন, ‘ আমার গত ৩০ বছরের চাকরি জীবনে আমি এমন সহিংস হামলা দেখিনি।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ আবদুল হক ৮ জানুয়ারি, ২০২১, ৮:৩৩ পিএম says : 0
এরূপ পরিস্থিতিতে পদত্যাগও এক ধরনের ঘৃণার বহিঃপ্রকাশ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন