শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৭১ এর পরাজিত প্রেতাত্মারা আমাদের মাঝে ঘুরে বেড়ায় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ৭:৩২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেছেন ১৯৭১ এর পরাজিত প্রেতাত্মারা আমাদের মাঝে ঘুরে বেড়ায়, আজকে তারা আমাদের মধ্যে ঢুকে পরে বিভেদ সৃষ্টি করছে। তিনি আবেগ আফলুত কন্ঠে বলেন ৭১ সালে পশ্চিম পাকিস্তানিরা বাঙ্গালী জাতির উপর ঝাঁপিয়ে পরেছিল,বঙ্গবন্ধুকে আটক করে নিয়ে ফাঁসি দেওয়ার কথা বলে কবর খুঁড়ে ছিল,তখন তিনি বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা,মৃত্যুকে ভয় পাইনা,সেদিন ফাঁসিকে হাসি মুখে বরণ করে নিতে চেয়েছিলেন এবং বলেছিলেন যদি তোমরা আমাকে ফাঁসি দাও তাহলে আমার লাশটা বাঙ্গালী জাতির কাছে পৌঁছে দিও এর পর বিশ্ববাসীর চাপে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন এবং আজকের এইদিনে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন আজ রবিবার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস,

বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও হিরন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া,কৃষ্ণ প্রষাদ মজুমদার,সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাফেজা বেগম, শ্রমিকলীগ সভাপতি রফিকুল ইসলাম তালুকদার

স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়াক এস এম ইশ্রাফিল,কৃষকলীগের সদস্য সচিব রতণ কুমার মিত্র,মৎস্যজীবি লীগের সভাপতি তোতা মিয়া দাড়িয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন,পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটন প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ দপ্তর সম্পাদক রুহুল আমীন খানঁ ও জনস্বাস্হ বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদলের সঞ্চালণায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নাদের আলী মিয়া,প্রফেসর জামশেদ আলী শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, জেলা পরিষদ সদস্য মাজহারুল আলম পান্না,উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক রহুল আমীন হাওলাদার লিটু,, আইন বিষয়ক সম্পাদক নুরআলম হাজরা,স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নারায়ন দাম,আওয়ামীলীগ নেতা সিরাজ সরদার,কবিরুল ইসলাম রুনী,,সুমন হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ,আব্দুল হান্নান শেখ সহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্হিতি ছিলেন।এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে

উপজেলা সদরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসুচি শুরু করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ গ্রহন করতে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন সহযোগী সংগঠনের নেতারা মিছিল নিয়ে সভাস্হলে প্রবেশ করে মুখরিত করে তোলে উপজেলা পরিষদ চত্তর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন