শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভোট চেয়ে বগুড়া জেলা বিএনপির গণসংযোগ

সান্তাহার পৌরসভা নির্বাচন

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আগামী ১৬ জানুয়ারী বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচন উপলক্ষে সান্তাহার পৌর বিএনপির গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় স্থানীয় দলীয় কার্যালয়ে সান্তাহার শহর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারি তালুকদার বেলাল, অন্যান্যের মধ্যে সান্তাহার পৌর বিএনপির আহবায়ক মজিবর রহমান, যুগ্ম-আহবায়ক শেখ রফিক, মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু, বিএনপি নেতা মুকুল, গুড্ডু এহসান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, ভোটারদের অধিকার হরণ করেছে। তারা সব নির্বাচনে নিজেরাই সিল মারে। দেশের মানুষ সুষ্ঠু আবাধ ও নিরপেক্ষ ভোট দেখতে চায়। বগুড়া বিএনপির ঘাঁটি, এখানে ভোট চুরি কোন সুযোগ নেই। তিনি আগামী ১৬ জানুয়ারী সান্তাহার পৌর নির্বাচনে ভেদাভেদ ভুলে বিএনপির সকল নেতাকর্মীকে এক সাথে কাজ করার আহবান জানান। আলোচনা শেষে বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেলাল নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনে এলাকায় বিএনপির দলীয় প্রার্থীর ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন