শাশুড়িকে গলাকেটে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেন। গতকাল রোববার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন। আসামি নাঈমা লিজা ঘটনার পর গ্রেফতার হয়ে কারাগারে আছেন। খুনের শিকার সোহাগ খাতুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের ফজলুল হকের স্ত্রী।
আদালতের এপিপি রুবেল পাল জানান, ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর রাতে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ফজলুল হক বাদী হয়ে পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেন। লিজা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে জানান, পরকীয়া সম্পর্ক জেনে যাওয়ায় শাশুড়িকে তিনি খুন করেন। পুলিশ ২০১৪ সালের ২০ নভেম্বর লিজার সঙ্গে পরকীয়া প্রেমিক কফিলকে আসামি করে অভিযোগপত্র দেন। এপিপি রুবেল পাল জানিয়েছেন, কফিলকে আদালত খালাস দিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন