চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরীর ওপর হামলা হয় বলে জানিয়েছেন চবি অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ।
তিনি ইনকিলাবকে বলেন, গতকাল দুপুর দেড়টায় ছাত্রলীগের পরিচয়ে একদল যুবক হিসাব নিয়ামক দফতরে ঢুকে ফরিদুল আলম চৌধুরীকে অকথ্য গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় প্রক্টরিয়াল বডি এবং অন্যান্য অফিসাররা এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ইনকিলাব বলেন, আমাদের কাছে খবর আছে ফরিদুল আলম বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের ফান্ডিং করে থাকেন। এই বিষয়ে আমরা তদন্ত করে দেখব।
প্রক্টর রবিউল হাসান বলেন, দুর্বৃত্তরা মাস্ক পরিহিত থাকায় কাউকে চেনা যায়নি। তবে বিশ্ববিদ্যালয় অফিসের এরকম একটি ঘটনা ঘটায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করতে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন