মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের চেয়ে রাসুল (সা.) ও ইসলাম কটাক্ষে আরো কঠিন আইন করুন-বাংলাদেশ খেলাফত মজলিস

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে বলেছেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটুক্তির বিষয়ে ডিজিটাল আইন হয়েছে। আল্লাহ রাসূল (সা.) ও ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের বিষয়ে সর্বোচ্চ শাস্তির আইন করলে নাস্তিক, মুরতাদ, বøগার ও ইসলামবিরোধীরা কুটক্তির সাহস পেত না। নেতৃদ্বয় আরো বলেন, বঙ্গবন্ধুর কটুক্তির বিষয়ে যাবজ্জীবন কারাদÐ ও ১ কোটি টাকা জরিমানার আইনের খসড়া অনুমোদন করা হলেও আল্লাহ ও বিশ্বমানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং আল্লাহর মনোনীত ইসলাম নিয়ে কটুক্তির সর্বোচ্চ শাস্তির বিধান পাশ না করে দুই মাস কারাদÐ ও দুই লাখ টাকা জরিমানার আইনে ইসলামের দুশমনরা আরো প্ররোচিত হবে। সরকারের এ অবস্থানের দ্বারা রাসূল (সা.) ও ইসলামকে খাটো করা হয়েছে। নাউজুবিল্লাহ! অথচ আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা তৎক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের পিতা-মাতা, ছেলে-সন্তান এমনকি তোমাদের জান এবং মাল থেকে বেশি মহব্বত না করবে।’
তাই সরকারের উচিত কটাক্ষ বন্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে অবিলম্বে আইন পাশ করা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন