সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার বেতনা নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুলছাত্র সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রহমান ঢালীর ছেলে জাহিদ হোসেন (১৪)। শুক্রবার বেলা আড়াইটার দিকে বেতনা নদীর নেহালপুর সøুইচ গেটের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, জাহিদ হোসেন বৃহস্পতিবার বিকালে বন্ধুদের সাথে ফুটবল খেলতে বেতনা নদী পার হয়ে মাটিয়াডাঙ্গা গ্রামে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। জাহিদের পরিবারের সদস্যসহ অন্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার দুপুরে নেহালপুর সøুইচ গেটের কাছে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
সূত্র আরো জানায়, জাহিদ ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়াশুনা করতো। কিছুদিন বন্ধ থাকার পর বর্তমানে সে স্থানীয় একটি বেসরকারি এনজিও পরিচালিত স্কুলে পড়াশুনা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন