পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোলার দৌলতখানে এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল প্রার্থীরা উপস্থিত থেকে তাদের সমস্যা তুলে ধরে সুষ্ঠু নির্বাচনের দাবী জানান। একই সাথে প্রার্থীরা প্রচারণায় বাঁধা, হামলা, ভাঙচুর,সমর্থকদের মারধরের অভিযোগ তুলে ধরেন। এসময় কর্মকর্তারা নিরাপত্তা দেয়াসহ সুষ্ঠ নির্বাচনের আশ্বাস প্রদান করেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় দৌলতখান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বিশেষ আইনশৃঙখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,জেলা নির্বাচন এবং রিটার্নিং কর্মকর্তা মোঃ আলাউদ্দিন আল মামুন,দৌলতখান থানার ওসি মো: বজলার রহমান,বর্তমান মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী মো: জাকির হোসেন তালুকদার,বিএনপির সমর্থিত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন কাকন,কাউন্সিলর প্রার্থী মাকসুদুর রহমান বাহার,মো: জাকির হোসেন, মো: হাসান মাহমুদ প্রমুখ। বিএনপির মেয়র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন কাকন প্রচারণায় বাঁধা দেয়ার আভিয়োগ তুলে ধরে সুষ্ঠ নির্বাচন ও প্রচার-প্রচারনা চালানোর জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেন। সকল প্রার্থীদের অভিযোগ শুনে প্রশাসনের কর্মকর্তারা নির্ভয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করে তাদের সকল ধরনের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রæতি দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন