টঙ্গী থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আটকরা হলেন—চাঁদপুর সদরের শ্রীরামদী এলাকার সাগর হোসাইন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার আমোদাবাদ এলাকার কানাই দাস (৪০)।
র্যাব ১-এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদে ভিওিতে জানতে পারে—গাঁজার একটি বড় চালান হবিগঞ্জ থেকে টঙ্গীতে যাচ্ছে। পরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ডিলারকে ২৫ কেজি গাঁজাসহ আটক এবং তাদের ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন