উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চতুর্থ ধাপে পৌরসভা
নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিলে করলেন রিটার্নিং অফিসারের কাছে ।
১৭ জানুয়ারি (রবিবার) সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে বিশাল মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুন নবী পান্না বিশ্বাস।তার দলীয়কর্মি সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন । ছাত্রলীগের সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী রুকুনুল ইসলাম ডলার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান পৌর মেয়র আলমগীর সরকার তার সমর্থকদের নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন। আ’লীগ মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিশাল মিছিল সহকারে মনোনয়ন ফরম দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম দাখিল করেন পৌর’আ’লীগের সম্পাদক ভিপি রফিউল ইসলাম , জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলম (ব্যাটারি ব্যবসায়ী) তিনিও মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেছেন। এছাড়াও নারী পুরুষ কাউন্সিলর প্রার্থীরাও বিশাল মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন।
তবে এর আগে নিয়মনুযায়ী মনোনয়ন ফরম দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নওরোজ কাউসার কানন , ও সাবেক জামায়াত নেতা মোকারম হোসাইন স্বতন্ত্র প্রার্থী হিসাবে । তার সমর্থকদের নিয়ে বিশাল মিছিলসহ মনোনয়ন ফরম দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা সাধন বসাক ও বিশিষ্ট ব্যবসায়ী ইসতেখার আলী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মেয়র পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন এছাড়াও কাউন্সিলর পদে ৩৩ জন সংরক্ষিত নারী আসনের ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। পৌরসভায় নারী ভোটার ৭ হাজার ৩শত ৬৮ জন ও পুরুষ ৭ হাজার ২শত ৮৬ জন, এতে সর্বমোট ভোটার ১৪ হাজার ৬শত ২৪ জন। ভোট অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রয়ারী।
এদিকে অভিযোগ উঠেছে, আচরণ বিধি মানে নি কোন প্রার্থী। আ’লীগ বিএনপি জাতীয় পার্টি ও স্বতন্ত্র একাধিক মেয়র প্রার্থীও মানে নি আচরণ বিধি। আচরণবিধি লঙ্গণে পিছিয়ে নেই নারী-পুরুষ কাউন্সিলর প্রার্থীরা। তবে প্রার্থীরা আচরণ বিধি লঙ্গণ করে মনোনয়ন ফরম দাখিল করলেও নিবার্চন অফিসার বা রিটানিং কর্মকর্তার ভুমিকা ছিল নিরব।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালার ১১ নং শর্তে স্পষ্ট বলা রয়েছে কোন প্রার্থী মনোনয়ন ফরম দাখিলের সময় কোন প্রকার মিছিল কিংবা শো-ডাউন করিতে পারিবে না। এছাড়াও পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়ন ফরম দাখিল করিতে পারিবে না। এছাড়াও নির্বাচন পূর্বে কোন প্রকার মিছিল বা শো-ডাউন করিতে পারবেনা। অথচ এ নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গতকাল রবিবার ছিল উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন।
উপজেলা নির্বাচন অফিসার আখিঁ সরকার জানান, সুষ্ঠভাবে মনোনয়ন ফরম দাখিল হচ্ছে। আগামীতে ভোটের সব কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীদের বার বার সর্তক করে বলা হয়েছে বিশাল মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করা যাবে না। তারপরেও তারা যেহেতু আচরণ বিধি লঙ্গন করেছে, বিষয়টি দেখা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন