বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে নিয়োগের শর্ত ভঙ্গ করে বিশ্ববিদ্যালয়ে অনুপস্তিতি, নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগ করেছে ওই বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অধিকার সুরক্ষা পরিষদ’র পক্ষ থেকে রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি টিমের সঙ্গে দেখা করে এ অভিযোগগুলো জানানো হয়।
ইউজিসি তদন্ত টিমের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের মতো আমরাও চাই ভিসি নিয়োগ শর্ত মেনে ক্যাম্পাসে আসুক। মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থা সত্যিই দুঃখজনক। এর আগে প্রকল্পে কিছু ব্যত্যয়ের অভিযোগ পেয়েছি। পরিদর্শনের ফল প্রতিবেদনে দাখিল করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের অন্তর্ভুক্ত ৭৩ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্পে দশতলা বিশিষ্ট ছাত্রী হল, ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ও স্বাধীনতা স্মারকের কাজ সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন