শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হোয়াইট হাউস থেকে বিদায় মুহূর্তে ট্রাম্প কন্যা টিফিনির বাগদান সম্পন্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ কর্মদিবস ছিল গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি)। হোয়াইট হাউস থেকে বিদায়ের ঘণ্টাধনি বাজার এমন দিনকেই নিজের বাগদানের জন্য বেছে নিয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে টিফিনি ট্রাম্প। বন্ধু মাইকেল বুলোসের সঙ্গে বাগদানের কথা জানান টিফিনি নিজেই।

হোয়াইট হাউসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘পরিবারের সঙ্গে হোয়াইট হাউসে অনেকগুলো মাইলফলক অর্জন ঐতিহাসিক অনুষ্ঠান উদযাপন এবং নিত্য নতুন স্মৃতি তৈরির বিষয়টি ছিল সম্মানের। কিন্তু আমার প্রিয় মানুষটির সঙ্গে বাগদানের চেয়ে আর কিছুই বেশি আনন্দদায়ক নয়। মাইকেল! জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আমার তর সইছে না!’

একই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে শেয়ার করেছেন বৌলোসও। ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসার সঙ্গে বাগদানটা সেরে ফেললাম! একসঙ্গে পরবর্তী অধ্যায়ের জন্য মুখিয়ে আছি।’

ডোনাল্ড ট্রাম্প ও তার দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের একমাত্র সন্তান ২৭ বছর বয়সী টিফানি। জর্জটাউন ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। আর ২৩ বছর বয়সী মাইকেল বৌলোস একটি শত কোটি ডলার মূল্যের নাইজেরিয়া ভিত্তিক ব্যবসায়ের উত্তরাধিকারী। লন্ডনে পড়াশোনা করেছেন তিনি। সেখানেই টিফানির সঙ্গে পরিচয়।

টিফিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের একমাত্র সন্তান। তিনি ২০২০ সালের জর্জটাউন ল স্কুল থেকে স্নাতক করেন। টিফিনি নিজেকে তাঁর বড় ভাইবোনদের তুলনায় গত চার বছর অনেক ক্ষেত্রেই আড়াল করে রেখেছিলেন। গত গ্রীষ্মে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রথমবারের মতো রাজনৈতিক আলোচনায় আসেন টিফিনি। টিফিনি তাঁর সহজ-সরল কথাবার্তার জন্যও রিপাবলিকানদের নজরে পড়েন। সূত্র : সিএনএন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন