শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিটির নাগরিকরা বিনামূল্যে করোনা টিকা পাবে

গাজীপুরের মেয়র

গাজীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

গাজীপুরবাসীকে বিনামূল্যে করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন, মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, এই টিকা যখন দেয়া শুরু হবে তখনই নগরবাসীকে দেয়া হবে। তবে কেউ যেন কাউকে এ ব্যাপারে টাকা পয়সা না দেন। গত মঙ্গলবার দুপুরে মহানগরের গাছা এলাকায় করোনা টিকা সুষ্ঠুভাবে বিতরণ করার লক্ষে এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, প্রাথমিকভাবে ১৫টি ক্যাটাগরিতে এবং গুরুত্বপূর্ণ পেশার লোকজনকে এবং পরে সকল নাগরিককে বিনামূল্যে করোনা টিকা দেয়া হবে। ইতোমধ্যে টিকা দেয়ার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন