স্টাফ রিপোর্টার : কাকরাইলে বখাটেদের ছুরিকাঘাতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৪) উন্নত চিকিৎসার জন্য তিন সদস্যেও মেডিকেল টিম গঠন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ড. জেসমিন নাহার জানান, রিশার অবস্থা এখনও আশঙ্কাজনক। তাই তার উন্নত চিকিৎসার জন্য তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ মেডিকেল টিমে রয়েছেন নেফ্রোলোজি, হেমাটোলজি ও সার্জারি ইউনিটের কনসালট্যান্ট ড. আশরাফ উদ্দিন খানসহ আরও দুই সদস্য।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট ক্লাস শেষে বংশালের বাসায় ফেরার পথে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে ফুট ওভার ব্রিজের ওপরে বখাটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ৮ম শ্রেণির ছাত্রী রিশা। ঘটনার পরপরই রিশার সহপাঠীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রিশার মা বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন