শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোরিয়ায় উচ্চ শিক্ষার সুর্বণ সুযোগ সিকৃবির শিক্ষার্থীদের!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ৬:৪৮ পিএম

উচ্চশিক্ষার সুযোগ সুর্বণ সুযোগ তৈরি হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থীদের। কোরিয়ার প্যারাসাইট রিসার্চ সেন্টার ও প্যারাসাইট রিসোর্স ব্যাংকের সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তৈরি হয়েছে এ সুবর্ণ সুযোগ। বুধবার (২০ জানুয়ারি) সিকৃবির ভাইস-চ্যান্সেলর-এর সভাকক্ষে সম্পাদিত হয় এই চুক্তি। সিকৃবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী মেহতাজুল ইসলাম ও কোরিয়ার পক্ষে কোরিয়ার প্যারাসাইট রিসার্চ সেন্টার ও প্যারাসাইট রিসোর্স ব্যাংকের পরিচালক প্রফেসর ক্যাসিওন এস. ইয়ম। এর আগে ১৯ জানুয়ারি ‘Perspectives of Parasite Resource Bank in Bangladesh’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এদিকে, সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, কোরিয়ার চিম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটির কলেজ অব মেডিসিনের প্রফেসর ড. ডংমিনলি, চিম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটির প্যারাসাইটোলজি বিভাগের ড. হ্যানসল পার্ক, পিএসটু ভিসি ডেপুটি রেজিস্টার ডা. ফখর উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক খলিলুর রহমান ফয়সাল, সিকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অন্যান্য শিক্ষক ও গবেষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন কোরিয়ার চিম্বুক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক, কোরিয়ার প্যারাসাইটরিসোর্স ব্যাংকেরস সদস্য ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তিলক চন্দ্র নাথ। তিলকনাথ জানিয়েছেন, এই সমঝোতা চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে যৌথ গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হলো। এছাড়াও পরবর্তীতে গবেষণার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার ও শিক্ষার্থীরা কোরিয়ার চিম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে সুযোগ পাবেন উচ্চশিক্ষার। মনে সংশ্লিষ্টরা এও মনে করছেন প্যারাসাইট বিষয়ক তথ্য আদান প্রদানের জন্যও এই চুক্তি সহায়ক ভূমিকা পালন করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন