বগুড়ায় দিনদুপুরে মুক্ত জমিন পত্রিকার ছাপাখানার কাগজ পত্রসহ ৩৬ লক্ষাধিক টাকার চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় মোফাজ্জল হোসেন রঞ্জু ওরফে ধলা ও ডা. মো. ফেরদৌস আলম ওরফে ফটু নামের ২ ব্যক্তির জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. আসমা মাহমুদ এর আদালতে ২ আসামির জামিনের আবেদন করলে শুনানী শেষে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আসামিদ্বয় হলেন বগুড়া শহরের কাটনারপাড়ার টিনপট্টির মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন রঞ্জু ওরফে ধলা এবং জলেশ্বরীতলার ট্রপিকাল ইলিয়াছের মৃত তবিবর রহমানের ছেলে মো. ফেরদৌস আল ওরফে ফটু।
মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ ডিসেম্বর দুপুর ১টার দিকে আসামিরা শাজাহানপুর উপজেলার শাকপালা মোড়ে সরিফা প্রেস এন্ড পাবলিকেশন, এস আর প্রেস এন্ড পাবলিকেশন এবং দৈনিক মুক্তজমিন নামীয় পত্রিকার ছাপাখানা তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে সরকারি বই ছাপানোর চুক্তিপত্র, অফিসিয়াল কাগজপত্র অফিসের আসবাবপত্র, টিভি ফ্রিজ ও সরকারের বিনামূল্যের বই বিতরণের কাগজ ক্রয়ের নগদ ৩০ লাখ টাকাসহ ৩৬ লাখ ৬৫ হাজার ৭শ’ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। মামলার প্রেক্ষিতে উল্লেখিত আসামিরা আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তা না মঞ্জুর করে জের হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন