শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জুরাইন রেলগেইটে জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম ও মিলাদ

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবস উপলক্ষে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হলো রাজধানীর কদমতলী থানার জুরাইন রেলগেইটে। গতকাল শনিবার সকালে হাজার হাজার মানুষের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিলের এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ ১নং ইউনিটের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান মনির। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ড. আওলাদ হোসেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানিয়ে বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব দেশকে জঙ্গিবাদমুক্ত করতে সকলকে সচেষ্ট হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কদমতলী থানা আওয়ামী লীগ সভাপতি ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসিম মিয়া, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো: সোহরাব হোসেন এবং ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মহব্বত হোসেন। সভাপতিত্ব করেন মো: চাঁন মিয়া। সভা উপস্থাপনা করেন কদমতলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মিজান। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে হাজার হাজার মানুষ জুরাইন রেলগেইটে উপস্থিত হয়। তাদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। এর আগে কদমতলী-শ্যামপুর এলাকায় এ ধরনের কোনো অনুষ্ঠানে এতো মানুষের উপস্থিতি দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সবশেষে তবারক বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন