শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঝুঁকি ভাতার দাবিতে শ্রমিকদের পতাকা র‌্যালি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

৩০ শতাংশ ঝুঁকি ভাতা দেওয়ার দাবিতে গার্মেন্টস শ্রমিকরা জাতীয় পতাকা হাতে নিয়ে র‌্যালি করেছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করে তারা।
সমাবেশে ফেডারেশনের নেতারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি কম হওয়ায় তারা ওভারটাইমের ওপর নির্ভরশীল। ওভারটাইম ভাতার ওপর নির্ভর করে গার্মেন্টস শ্রমিকরা তাদের পরিবার নিয়ে জীবনযাপন করেন। কিন্তু করোনাকালে ওভারটাইম না থাকায় মাসিক আয় কমে গেছে। এতে করে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে কঠিন সময় পার করছে। তাই ঝুঁকি নিয়ে কাজ করায় শ্রমিকদের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা দিতে হবে। আজকের সমাবেশ থেকে আমাদের এই একটাই দাবি। তাহলে শ্রমিকরা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে চলতে পারবে।
ফেডারেশনের সভাপতি ও শ্রমিক নেতা আমিরুল হক আমিনের সভাপতিত্বে সংগঠনটির সহ-সভাপতি ফারুক খান, সাফিয়া পারভীন, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও কোষাধ্যক্ষ নাসিমা আক্তারসহ অন্যরা বক্তব্য দেন। এসময় বিভিন্ন গার্মেন্টসের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন