মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : দৌলতদিয়া এক নম্বর ফেরি ঘাটের কাছে পদ্মা নদীতে গরুবাহী ট্রলার ডুবে ১৭টি গরু নিখোঁজ হয়েছে। রোববার (২৮ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশের ইনচার্জ মো. মোহসিন মিয়া জানান, মিতালী ট্রান্সপোর্টের ২২টি কোরবানির গরু নিয়ে একটি ট্রলার দৌলতদিয়ার এক নম্বর ফেরি ঘাট থেকে আরিচা ঘাটের উদ্দেশে রওনা হয়। কিছু দূর যেতেই ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা দুই গরু ব্যবসায়ী, দুই মাঝি ও পাঁচটি গরু উদ্ধার করা হয়। বাকি ১৭টি গরুসহ ট্রলারটি নিখোঁজ রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন