শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফেনসিডিলসহ ট্রলিচালক আটক

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

যশোরের শার্শার বাগআঁচড়া থেকে শনিবার ইটবোঝাই একটি ট্রলি থেকে ১৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময় ফেনসিডিল বহন করার অভিযোগে জাকারিয়া (২৫) নামে এক ট্রলি চালককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত জাকারিয়া বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বসির আলীর ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ট্রলিসহ জাকারিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ট্রলিতে নিয়মিত ফেনসিডিল বহন করতো বলে স্বীকারও করেছে জাকারিয়া। তিনি দীর্ঘদিন ধরে বেনাপোল ও আশপাশের এলাকায় ট্রলিতে করে পণ্য পরিবহনের আড়ালে মাদকদ্রব্য ফেনসিডিল কেনাবেচা করে আসছেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন