শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীকে একটি উন্নত, বাসযোগ্য, আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি-মেয়র লিটন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ৬:৪৯ পিএম | আপডেট : ৭:১৯ পিএম, ২৪ জানুয়ারি, ২০২১

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে রবিবার দুপুরে নগর ভবনের সিটি হলে বর্তমান পরিষদের ৮ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, দায়িত্বগ্রহণের পর থেকে উন্নয়ন কর্মকা- বাস্তবায়নসহ সকল নাগরিকসেবা প্রদান করে আসছি। রাজশাহীকে একটি উন্নত, বাসযোগ্য, আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে করতে কাজ করে যাচ্ছি। রাজশাহীর উন্নয়নে ইতোমধ্যে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে যে সময় নষ্ট হয়েছে, সেটি কাটিয়ে উঠে উন্নয়ন কর্মকা- ত্বরান্বিত করতে করা হচ্ছে।
মেয়র বলেন, আগামী আগামী ১লা ফেব্রুয়ারি হতে মহানগরীর ৩০টি ওয়ার্ডের প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেনের কাদামাটি এক্সাভেটর মেশিন দ্বারা পরিস্কার করা হবে। কাউন্সিলরগণের মতামতের ভিত্তিতে প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেনের কাদামাটি অপসারণযোগ্য ড্রেনের তালিকা, ড্রেনের উপর অবস্থিত অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করা হবে। এটি বাস্তবায়িত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যার ফলে আগামী বর্ষা মৌসুমে নগরীতে আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না। রাসিকের আয় বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ওয়ার্ড পর্যায়ে ট্রেড লাইসেন্স সহ প্রিমিসেস লাইসেন্স প্রদান বিষয়ে কার্যকরী ভূমিকা রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পিপিআর এর মাধ্যমে নির্মাণাধীন মার্কেট সমূহের জটিলতা নিরসনে প্রকৌশল বিভাগকে আরো কার্যকরী ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন মেয়র।
তিনি বলেন, সাহেব বাজার, শালবাগান বাজার, ভদ্রা বাজার, নওদাপাড়া বাজার, কোট বাজার স্লটার হাউজ নির্মাণ করা হবে। ইতিমধ্যে সাহেব বাজারে স্লটার হাউজ নির্মাণ কাজ শুরু হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়নে পৃথক ল্যান্ড ফিল স্টেশন নির্মাণ করা হবে।
সভায় অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটি, জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটি, মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি, পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটি, পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটি, পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটি, অটোরিক্সা/চার্জার রিক্সা ও ড্রাইভার লাইসেন্স ২০২০-২০২১ সুষ্ঠভাবে পরিচালনার নিমিত্ত গঠিত কমিটির বিভিন্ন প্রস্তাবলী পাঠ ও অনুমোদন করা হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগী সংস্থার মাধ্যমে নির্মাণাধীন মার্কেট সমূহ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
সভার শুরুতে গত ৭ম সাধারণ সভা হতে ৮ম সাধারণ সভা পর্যন্ত দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিত্ব, সিটি কর্পোরেশন এলাকায় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা ও কর্পোরেশনের যে সকল কর্মকর্তা/কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাদের বিষয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাব শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সোনাদিঘি মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ মামুনুর রশীদ।
সভা মঞ্চে উপবিস্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। সভায় রাসিকের সকল ওয়ার্ড কাউন্সিলর, সকল বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন